হেমন্তের পড়ন্ত বিকেলে দিগন্তজুড়ে যে শীতল হলদে হাওয়ারা ভেসে বেড়ায় সে তো আমারই আকাঙ্খিত আরাধনা রাতভর জোছনার আলো বিলিয়ে দেয়ার পর রাত্রিশেষের অর্ধ…
আরও পড়ুনকৃষঞ্চুড়াকে খুব ভালোবাসতে তুমি পলাশ শিমুলও ছিলো তোমার প্রিয় রক্তরং দেখলেই আবেগের খেয়ায় ভেসে যেতে তুমি দূরে, বহুদূরে। কোকিলের কুহুধ্বনিতে আলো…
আরও পড়ুনআমি হিমালয় দেখিনি শুনেছি সেখানে নাকি এভারেস্ট নামের পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে! কিন্তু আমি দেখেছি আমার বাবাকে যিন…
আরও পড়ুনদুঃখগুলো দিই যে চাপা ইট-পাথরের দেয়ালে দুঃখগুলো আসে ফিরে জানি না কোন খেয়ালে! দুঃখগুলো দিই ভাসিয়ে নদীর শেষ কিনারে দুঃখ তবু ফিরে এসে বুকে ব…
আরও পড়ুনরোদজ্বলা দুপুরে একাকিত্বের যন্ত্রণায় কাটে প্রতীক্ষার বিমূর্ত প্রহর কোন এক অব্যক্ত দীর্ঘশ্বাস ডুকরে কাঁদে হৃদয়ের গহীন উপত্যকায় হৃদয়াকাশের উদি…
আরও পড়ুনবুকের ভেতর অচিন পাখি উদাস সুরে ডাকে কল্পনাতে হৃদয় আমার সুখের ছবি আঁকে। নীল দরিয়ায় বেঁধেছিলাম ছোট্র একটি ঘর মন-যমুনায় এখন দেখি গহীন বালুচর…
আরও পড়ুনআলোর পৃথিবীতে অন্ধকারে আমি পড়ে আছি জীবনের ধূসর প্রান্তরে ভয়ানক নিস্তব্ধ আঁধারে ডুবসাঁতার খেলছি আর গাইছি জীবনের ব্যর্থতার জয়গান। অবসন্ন আমি ব…
আরও পড়ুন জীবনে যা হতে চেয়েছিলাম তা হতে পারিনি। নিজের মতের বিরুদ্ধে কখনও যাইনি, মন যা চেয়েছে তাই করেছি সবসময়। এজন্য জীবনে মাশুলও গুনেছি প্রচুর। মুক্তিযুদ্ধ ও ধর্ম নিয়ে সোজাসাপ্টা কথা বলি, আপস করি না নিজের আদর্শের সাথে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মত করে বলি ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর মত করে বলি ‘আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে, দুইবার মরে না’।
নিজের চাওয়া-পাওয়ার হিসেব কখনও করিনি। শুধু ফেলে আসা অতীতের কথাগুলো যখন মনে হয় তখন বলি, সময় বদলে যায়, সবাই আলোকিত হয়। আমিই শুধু পড়ে থাকি জীবনের গহীন উপত্যকায়, জীবন্মৃতের মত।
© ইয়াসীন সেলিম ডটকম ২০১৯-২০২৩ | লেখক কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
সোশ্যাল নেটওয়ার্ক