এক জীবন

 


একটা জীবন ঘুমে কাটুক
একটা জীবন প্রেমে
একটা জীবন পথচলায়
একটা জীবন থেমে।
 
একটা জীবন কাব্যে কাটুক
একটা জীবন গল্পে
একটা জীবন বাস্তবতায়
একটা নিবিড় কল্পে।
 
একটা জীবন পাপে কাটুক
একটা জীবন পুণ্যে
একটা জীবন এই দুনিয়ায়
একটা মহাশূন্যে।
 
একটা জীবন শ্রমে কাটুক
একটা জীবন বেকার
একটা জীবন বেহিসেবি
ভুলেই যাব কে-কার!
 
একটা জীবন কষ্টে কাটুক
একটা সুখের সাথে
একটা জীবন সূর্যালোকে
একটা আঁধার রাতে।
 
এক জীবনে মেটে না তো
মনের যত আশ
সকল চাওয়া যায় ফুরিয়ে
থেমে গেলে শ্বাস।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ