রাজনৈতিক লিমেরিক



১.

মন্ত্রী সাবের গুণের কথা চলেন এবার কই
রাজনীতিতে মন্ত্রী সাবের আসনটা টেকসই
ঝোপ বুঝেই কোপ মারেন
কাজ যদিও নাইবা পারেন
বললে কথা মুখে তাহার ফোটে শুধু খই


২.

শেয়ার বাজার নিয়ে ওরা করলো কত কারসাজি

লুটের টাকায় পকেটগুলো গরম হলো কার আজি

লক্ষ মানুষ হারায় পুঁজি

লাটে ওঠে তাদের রুজি

নেতা তো নয় ডাকাত ওরা, ভীষণ বদ আর পাজি!


৩.

হয়নি কেন আজও কোনো গুম রহস্যের কিনারা

সেই যে হঠাৎ হারিয়ে গেলো রহিম-করিম-দীনারা?

আমজনতা চেয়ে দেখে

কলঙ্কেরই কালি মেখে

ধুলোয় লুটোয় আদর্শ আর সততার ঐ মিনারা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ