প্রিয় বাংলা ভাষা


কোন ভাষাটি আকুল হয়ে
খুঁজি সকাল-সাঁঝে
কোন ভাষাটি সবার সেরা
হাজার ভাষার মাঝে?

কোন ভাষাটি বুকের ভেতর
মধুর সুরে বাজে
কোন ভাষাটি এই পৃথিবীর
সকল রঙেই সাজে?

যে ভাষাতে কথা বলে
কৃষক-জেলে-চাষা
সে ভাষাটি বাঙালিদের
প্রিয় বাংলা ভাষা।

দৈনিক আমার দেশ, ৬ই মার্চ-২০০৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ