একটি ভাষা খুব যে প্রিয়
হাজার ভাষার মাঝে
মন-আকাশের তারায় তারায়
সেই ভাষাটি সাজে
একটি ভাষা দেয় প্রেরণা
হতে আমি কবি
সেই ভাষাতে দেখি মায়ের
মিষ্টি মুখের ছবি
একটি ভাষা দেয় ঘুচিয়ে
মনের যত দুখ
সেই ভাষাতে দেখি আমার
বাবার হাসিমুখ
একটি ভাষা আমার ভাইয়ের
রক্ত দিয়ে কেনা
জীবন দিয়েও শোধ হবে না
সেই রক্তের দেনা
একটি ভাষা সবার সেরা
বাংলা ভাষা নাম
হিরের চেয়ে বেশি আমার
সেই ভাষাটির দাম।
প্রকাশকালঃ ফেব্রুয়ারি-২০০৭
0 মন্তব্যসমূহ