এই ভাষাটি প্রিয় আমার
এই ভাষাটি ভালো
এই ভাষাটি বুকের মাঝে
দেয় জ্বালিয়ে আলো।
এই ভাষাটি মনে আমার
এই ভাষাটি মুখে
এই ভাষাতেই কথা বলি
দুঃখ এবং সুখে।
এই ভাষাটি আমার মায়ের
চোখের জলে কেনা
জীবন দিয়েও শোধ হবে না
সেই জলেরই দেনা।
এই ভাষাটি অপূর্ব এক
আন্দোলনের ছবি
এই ভাষাতে কাব্য লিখে
হলেন কত কবি।
এই ভাষাটি তোমার আমার
এই ভাষাটি সবার
এই ভাষাটি দেয় যে সাহস
সত্য কথা ক’বার।
এই ভাষাটি বাংলা ভাষা
রক্তে কেনা ধন
এই ভাষাটি ভুলব না তো
এই করেছি পণ।
প্রকাশকালঃ মার্চ-২০০৮
1 মন্তব্যসমূহ
আ মরি বাংলাভাষা…
উত্তরমুছুন