স্বাধীনতা মানে


স্বাধীনতা মানে কোটি জনতার
মুক্তির গান গাওয়া
স্বাধীনতা মানে জীবনের তরে
জীবন হারিয়ে যাওয়া।

স্বাধীনতা মানে লাখো শহিদের
রক্তে ভাসানো মাঠ
স্বাধীনতা মানে পঁচিশে মার্চের
ভয়াল সেই রাত।

স্বাধীনতা মানে সন্তানহারা
মায়ের হাহাকার
স্বাধীনতা মানে সম্ভ্রমহারা
বোনের চিৎকার।

স্বাধীনতা মানে স্বামীহারা বধুর
পথপানে চেয়ে থাকা
স্বাধীনতা মানে লাল-সবুজের
নতুন পতাকা আঁকা।

স্বাধীনতা মানে শহিদ ছেলের
গর্বিত বাবার বুক
স্বাধীনতা মানে সব হারিয়েও
মুক্তি পাওয়ার সুখ।

প্রকাশকালঃ ডিসেম্বর-২০০৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ