শীতে এখন


শীতের দিনে দোয়েল-শ্যামা
গায় না এখন গান
উপকূলের কষ্ট দেখে
মন করে আনচান।

হিমেল হাওয়া সবুজ পাতায়
দেয় না এখন দোলা
ফুটপাতের ঐ অনাথ শিশুর
গা-খানি তো খোলা!

বেলি গোলাপ গন্ধরাজের
মলিন এখন ঘ্রাণ
অসহায়ের দুর্ভগে আজ
দুঃখে ভরে প্রাণ।

দৈনিক যুগান্তর, ২৫শে জানুয়ারি-২০০৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ