রক্তে লেখা নাম


মুক্তস্বরে পাখি করে
কিচিরমিচির গান
বর্গি আর খায় না এসে
মাঠের সবুজ ধান।

স্বাধীন মনে গরিব-দুখী
স্বপ্ন সুখের দেখে
মুক্তি পেয়ে হাসে সবাই
কষ্ট চেপে রেখে।

স্বাধীনতা বীর বাঙালির
রক্তে লেখা নাম
জীবন দিয়েও রাখব আমি
স্বাধীনতার দাম।

প্রকাশকালঃ ৪এপ্রিল-২০০৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ