দু’রকম শীত


তোমরা সবাই শীত এলে
স্বপ্ন-সুখের ডানা মেলে
নাচো তা-ধিন ধিন,
আমরা থাকি খুপড়ি ঘরে
দারিদ্রকে সঙ্গী করে
কষ্টে কাটাই দিন।

রঙিন জামায় শরীর ঢেকে
শিশিরকণায় মুক্তো এঁকে
তোমরা খুঁজো সুখ,
ছেঁড়া জামা গায়ে দিয়ে
একটু বাঁচার আশা নিয়ে
আমরা ভুলি দুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ