রক্তঝরা একাত্তরের
আমি বিজয় সৈনিক
সব হারিয়ে এখন আমি
দুঃখে কাটাই দৈনিক।
অর্ধাহারে অনাহারে
কাটে আমার বেলা
সমাজ থেকে এই কপালে
জোটে কেবল হেলা।
একাত্তরের নবীন কিশোর
আজ হয়েছি বুড়ো
বয়সের ছাপে শীর্ণ দেহ
হয়েছে আজ কুড়ো।
একটি পা হারিয়েছিলাম
সেই ভয়ানক রণে
একটুখানি হয়নি দয়া
পাক বাহিনীর মনে।
মানুষের ওই পাষাণ মনে
নেই যে আমার ঠাঁই
আজীবন তাই কষ্টেরই গীত
গেয়ে আমি যাই।
প্রকাশকালঃ ২০০৪
0 মন্তব্যসমূহ