হয়তো আমি হারিয়ে যাব
হয়তো ফিরে আসব না
কষ্টের ঐ নীল দরিয়ায়
আর কখনো ভাসব না।
হয়তো আমি অভিমানে
আর কখনো রাগব না
তোমায় ভেবে সিক্ত চোখে
সারা নিশি জাগব না।
হয়তো আমি রঙতুলিতে
তোমাকে আর আঁকব না
একটু কাছে পাওয়ার আশে
হয়তো বসে থাকব না।
হয়তো আমি জীবন থেকে
পালিয়ে যেতে পারব না
দুখের সাথে লড়াই করে
হয়তো আমি হারব না।
হয়তো আমায় ভুলে যাবে
তোমায় আমি ভুলব না
বন্ধ থাকা মন জানালা
আর কখনো খুলব না।
0 মন্তব্যসমূহ