খণ্ডকাব্য


১.

নীল আকাশে কালো মেঘের লুকোচুরি খেলা
বিষন্নতায় যায় যে কেটে দিন রজণীর বেলা
কষ্টরা আজ মন জমিনে বসিয়েছে মেলা
এমন দিনেও করবে তুমি আমায় অবহেলা!

২.

লক্ষ তারার মেলায় আমি একলা বসে থাকি
চাঁদের বুকে গোপন প্রিয়ার মুখচ্ছবি আঁকি
জোছনার আলোয় দেখি আমি প্রিয়তমার হাসি
হারিয়ে যাওয়া সেই প্রিয়াকে আজো ভালোবাসি।

৩.

চাই না আমি ভালোবাসা চাই না কোনো সুখ
চাই যে শুধু দেখতে প্রিয়া তোমার হাসিমুখ
কষ্ট যতই দাও না আমায় জলে ভাসাও চোখ
প্রিয়ার চোখে জোছনা দেখে ভুলে যাব দুখ।

৪.

ভালোবাসায় কান্না আছে কষ্ট আছে খুব
তবু কেন দিই যে আমি ভালোবাসায় ডুব
ভালোবাসায় কাঁদি আমি, ভালোবাসায় হাসি
তবু কেন যায় ফুরিয়ে ভালোবাসাবাসি?

৫.

কতটা কষ্ট পেলে মন ছুটে যায় অজানায়
কতটা শ্রাবণ হলে মন ভেসে যায় বরষায়
কতটা সুখ পেলে মন উড়ে যায় হাওয়ায়
কতটা কাঁদলে তবে জড়াবে ভালোবাসা
য়!

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ