ভাঙা হৃদয় নিয়ে বলো কেমনে তোমায় ভাবব?
বদলে যাওয়া গানগুলো যে থাকে না আর শ্রাব্য
হৃদয় নদী শুকনো আমার, তোমার এখন নাব্য।
নিজের সুখই তোমার কাছে হয়ে গেল মুখ্য
শীতল হৃদয় হলো আমার ধূসর মরু রূক্ষ
আমার সাথে করলে এমন প্রতারণা সূক্ষ্ম!
তবু কেন আমায় তুমি কাঁদাও অবিরত
তীব্র রোদেও শুকোয় না এই বুকের ক্ষত
ডুকরে কাঁদে বুকে জমা সুখের স্মৃতি যত।
তপ্ত হৃদয় ভিজিয়ে নিতে দুখের সাগর নামি
আমার চোখের অশ্রু নয় তোমার কাছে দামি
কান্নাটাকেও হয় কি মনে অবুঝ পাগলামি!
চোখের তারায় হারিয়ে যেতে প্রিয়তম বলে
এখন আমি একলা বসি নীলাকাশের তলে
পুরনো দিনের কথা ভেবে নয়ন ভরে জলে।
বদলে যাওয়া গানগুলো যে থাকে না আর শ্রাব্য
হৃদয় নদী শুকনো আমার, তোমার এখন নাব্য।
২.
নিজের মুখেই বলেছিলে বুঝবে আমার দুঃখনিজের সুখই তোমার কাছে হয়ে গেল মুখ্য
শীতল হৃদয় হলো আমার ধূসর মরু রূক্ষ
আমার সাথে করলে এমন প্রতারণা সূক্ষ্ম!
৩.
তোমায় নিয়ে পদ্য লিখি গদ্য লিখি কততবু কেন আমায় তুমি কাঁদাও অবিরত
তীব্র রোদেও শুকোয় না এই বুকের ক্ষত
ডুকরে কাঁদে বুকে জমা সুখের স্মৃতি যত।
৪.
সবাই যখন ঘুমিয়ে থাকে জেগে থাকি আমিতপ্ত হৃদয় ভিজিয়ে নিতে দুখের সাগর নামি
আমার চোখের অশ্রু নয় তোমার কাছে দামি
কান্নাটাকেও হয় কি মনে অবুঝ পাগলামি!
৫.
চাঁদনী রাতে তারাগুলো উঠতো যখন জ্বলেচোখের তারায় হারিয়ে যেতে প্রিয়তম বলে
এখন আমি একলা বসি নীলাকাশের তলে
পুরনো দিনের কথা ভেবে নয়ন ভরে জলে।
0 মন্তব্যসমূহ