তিনটি লিমেরিক


১.
কোটিপতি রকিব সাহেব গেলেন আজ বাজারে
ক্রয় করবেন মাছ, মাংস, তরকারিও তাজারে
দামি পণ্য চিনে
কত কিছু কিনে
বাজারটা শেষ করলেন টাকা পঁচিশ হাজারে!

২.
মধ্যবিত্ত জামাল সাহেব বেতনের টাকা পেয়ে
হাঁটের দিকে রওনা দিলেন পান-সুপারি খেয়ে
পণ্যের দাম দেখে
বাজার করা রেখে
ডাল কিনেই বাড়ি গেলেন শোকের গীত গেয়ে।

৩.
রিকশাচালক রমিজ আলি হাটে গেল রাতে
সারাদিনের রুজি তার দেড়শো টাকা সাথে
বাজারের আগুনে
এক-দুই পা গুনে
বাড়ি এসে ক্ষুধার আগুন নেভায় পান্তাভাতে।

প্রকাশকালঃ জুলাই-২০০৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ