ছ্যাঁকানুকাব্য




আমি তোমায় ভালোবাসি
তুমি কেন বাসো না
আমায় দেখে এখন কেন
মিষ্টি করে হাসো না?

ভুলে যাওয়া এতই সহজ
বুঝিনি তো আগে
কী যে আমি করেছি ভুল
প্রশ্ন মনে জাগে!

তখন তুমি বলেছিলে
বাঁধবে বুকে ঘর
এখন আমি পাই না ভেবে
কে-বা আপন পর!

হৃদয়জুড়ে ছিল যার
হাজার ফুলের মেলা
বুঝিনি সে আমায় নিয়ে
খেলবে নিঠুর খেলা।

সুখী আমি নাইবা হলাম
তুমিই সুখে থাকো
সুখাভিনয় করতে গিয়ে
কষ্ট ঢেকোনাকো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ