শ্রদ্ধাঞ্জলি


আমি হিমালয় দেখিনি
শুনেছি সেখানে নাকি এভারেস্ট নামের
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে!
কিন্তু আমি দেখেছি আমার বাবাকে
যিনি তার অক্ষম সন্তানদের
বিশাল বটবৃক্ষের মতো মাথা উঁচু করে
দাঁড়িয়ে থেকে ছায়া দেন অবিরাম।

আমি প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি দেখিনি
কখনো মাপতে যাইনি এর গভীরতাও,
কিন্তু দেখেছি আমার বাবাকে
যার হৃদয় এতটাই গভীর যে
তার অবুঝ সন্তানেরা এই গভীরতায়
যেভাবে ইচ্ছে বিচরণ করতে পারি
সামুদ্রিক প্রাণিকুলের মত।

আমি সাহারা মরুভূমি দেখিনি
শুনেছি সেখানে নাকি রুক্ষ মরুময়তায়
জীবন বিপন্ন হয় প্রতিনিয়ত,
কিন্তু দেখেছি আমার বাবাকে
যার দেহমনে তীব্র খরা অনুভূত হলেও
এই অধম সন্তানদের জন্য
সতত অবারিত তার শীতল পরশ।

বাবা, তুমি আকাশের চেয়েও উদার
অরণ্যের চেয়েও বিস্তৃত তোমার হৃদয়
পর্বতের চেয়েও অটল তোমার বক্ষ
পৃথিবীর সকল অকৃতজ্ঞ সন্তানদের পক্ষ থেকে
তোমায় অজস্র সালাম আর শ্রদ্ধাঞ্জলি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ