একদিন ফুরোবে জীবনের অসীম এই ব্যস্ততা
অশ্রুর ফোঁটাগুলো রক্ত হয়ে ঝরবে সেদিন;
তোমার চোখ থেকে আমার তপ্ত দেহে
আমি ভেসে যাবো রক্তজলের বৃষ্টিতে।
একদিন হারাবে আঁধারের নীলিমায়
অজানার পথ ধরে চলে যাবে দূরে কোথাও
অরণ্যের দীর্ঘশ্বাস কান পেতে শুনলেও
বুঝবে না পুড়ে যাওয়া বৃক্ষের মর্মজ্বালা।
একদিন হাঁটবে পথের সেই নির্জন প্রান্তরে
যেখানে মিশে আছে মুছে যাওয়া দিনগুলো
একাকিত্বের কষ্টানুভবে আর্তনাদ করলেও
সঙ্গী হবে না একটি পুরনো স্মৃতিও।
একদিন খুঁজবে হারানো সে ঠিকানা
হৃদয়ের আরশীতে দেখবে সেই প্রতিচ্ছবি
তৃষ্ণার্ত চোখে শত হাহাকার উঠলেও
ভাঙবে না অভিমানের এই কঠিন দেয়াল।
0 মন্তব্যসমূহ