অপেক্ষা


বিশাল শক্তিধর যে বাজপাখিটা
মহাকালের মহাপ্রলয়ে হারিয়ে গিয়েছিল
সেও নাকী ফিরে এসেছে আপনালয়ে!

নদীর তরঙ্গোচ্ছ্বাসে যে রাজহংসীটা
ভেসে গিয়েছিল অজানার পথে
হংসের নিদারুণ কষ্ট আর কান্না দেখে
সেও ঘরে ফিরেছে হৃদয়ের টানে।

সবুজ পাতারাও একসময় শুকিয়ে যায়
ঝরে গিয়ে হয় ছিন্নপত্র
নতুন পাতার শিহরণে ফুরিয়ে যায়
অচিনবৃক্ষের প্রতীক্ষার প্রহরগুলোও;
হৃদয়ের ঝরে যাওয়া ছিন্নপাতাগুলো
মর্মর আওয়াজে ভেঙে গেলেও
ফুরায় না আমার অশ্রুস্নাত অপেক্ষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ