অন্ধকারে আমি


আলোর পৃথিবীতে অন্ধকারে আমি
পড়ে আছি জীবনের ধূসর প্রান্তরে
ভয়ানক নিস্তব্ধ আঁধারে ডুবসাঁতার খেলছি
আর গাইছি জীবনের ব্যর্থতার জয়গান।

অবসন্ন আমি বিপন্ন আমি
আলোকে হাতড়ে খুঁজি পরিত্যক্ত স্মৃতির
ধুলোজমা ডায়েরির মলিন পাতায়;
যখন তোমাকে নিয়ে ভেসে বেড়াতাম আলো-হাওয়ায়
দুজনে হারিয়ে যেতাম আলোর মহাদিগন্তে
ভোরের সোনালি সূর্যকে বরণ করতাম মহানন্দে
জোনাকির আলোতে রোমাঞ্চিত হতাম প্রতিরাতে।

দ্যাখো, আলেয়ার আলোতে আজ আমি আলোহীন
অন্ধকার কারাগার কিংবা প্রকোষ্ঠে আবদ্ধ আমি
তোমাকেই আজ খুঁজে ফিরছি নিঃসঙ্গ রাত্রিতে
শুধু একটু আলোর খোঁজে, হৃদয়ের আরশিজুড়ে।

প্রকাশকালঃ মে-২০০৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ