কষ্টানুকাব্য-৪


১.

ইচ্ছে করে অবিরত
সুখ সাগরে ভাসি
ইচ্ছেরা দেয় না ধরা
যায় হারিয়ে হাসি!

২.

অনেক সাধের স্বপ্নগুলো
হঠাৎ ভেঙে গেল
স্বপ্নমাঝি কূল হারিয়ে
কষ্ট শুধুই পেল।

৩.

মন নদীতে বান ডেকেছে
উথাল পাথাল ঢেউ
স্বপ্নরা আজ যাচ্ছে ভেসে
কেউ দেখে না কেউ!

৪.

হৃদয়জুড়ে বসত করে
কলজে ছেঁচা কষ্ট
এই কপোলে চেয়ে দেখো
দুখের রেখা স্পষ্ট!

৫.

আশাহত হৃদয় নিয়ে
করি আমি বাস
স্মৃতি করে ক্রমাগত
আমায় উপহাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ