কষ্টানুকাব্য-৩



১.
বুকের ভিতর বইছে এক
বরফ গলা নদী
ভাঙাগড়া চলছে সেথায়
আজও নিরবধি।

২.
দিনের শেষে রাত্রি আসে
রাতের শেষে দিন
এই জীবনে বাজবে না কি
একটু সুখের বীণ?

৩.
পাথরচাপা দুঃখগুলো
কাঁদায় আমায় রোজ
যন্ত্রণাতে কাটে প্রহর
কেউ রাখে না খোঁজ।

৪.
সকাল দুপুর দিই যে শুধু
স্মৃতির ভিতর ডুব
মরচে পড়া স্মৃতিগুলো
পোড়ায় আমায় খুব।

৫.
আসবে না যে ফিরে আর
সুখ করেছে পণ
ভাবনাগুলো এলমেলো

বিষন্ন আজ মন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ