খোঁজ


রোদজ্বলা দুপুরে একাকিত্বের যন্ত্রণায় কাটে
প্রতীক্ষার বিমূর্ত প্রহর
কোন এক অব্যক্ত দীর্ঘশ্বাস ডুকরে কাঁদে
হৃদয়ের গহীন উপত্যকায়

হৃদয়াকাশের উদিত তারকাগুলো ঝরে পড়ে
মাঝরাতে নীরব আর্তনাদে
মেঘের আড়ালে ঢেকে যাওয়া চন্দ্র থেকে
ভেসে আসে কান্নার আওয়াজ

অধরা স্বপ্নগুলো প্রতিনিয়ত দেয়
অনাকাঙ্খিত সুখের হাতছানি
তবু অশ্রুস্নাত চোখ জীবনের বেলাভুমিতে
খুঁজে বেড়ায় অসীম শূন্যতা

অনন্তের পথে হেঁটে হেঁটে তোমাকে যদি
কখনো পেয়ে যাই পথের আড়ালে
তবে স্পর্শের অনুভূতিতেই হারাব আমি
তোমার হৃদয়ের মনিকোঠায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ