ইট-পাথরের দেয়ালে
দুঃখগুলো আসে ফিরে
জানি না কোন খেয়ালে!
দুঃখগুলো দিই ভাসিয়ে
নদীর শেষ কিনারে
দুঃখ তবু ফিরে এসে
বুকে বাজায় বীণারে!
একটুখানি সুখ যখনই
নয়নকোনে ভাসে
আড়াল বসে দুঃখগুলো
মুচকি হাসি হাসে।
হৃদয় মাঝে আশার প্রদীপ
উঠবে যখন জ্বলে
এমন সময় দুঃখগুলো
আসে নানান ছলে।
দুখের কথা বলব কত
দুখের শেষ নেই
সুখ না পেয়ে লালন করি
দুঃখগুলোকেই।
0 মন্তব্যসমূহ