আমি কারও প্রিয় হতে পারিনি



হেমন্তের পড়ন্ত বিকেলে দিগন্তজুড়ে
যে শীতল হলদে হাওয়ারা ভেসে বেড়ায়
সে তো আমারই আকাঙ্খিত আরাধনা

রাতভর জোছনার আলো বিলিয়ে দেয়ার পর
রাত্রিশেষের অর্ধমৃত চাঁদটাকেও
সীমাহীন আবেগে আমি আপন করে নিই

হিমাদ্র শীতের কুয়াশাঝরা ভোরে
ঘাসের গালিচায় নগ্ন পায়ে রোজ হেঁটে বেড়াই
সে তো শীতকে ভালোবাসি বলেই

গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে ক্রোধান্বিত সূর্যটা যখন
অগ্নিভষ্ম করতে চায় শান্ত পৃথিবীটাকে
ঠিক তখনই করি আমি সূর্যের সাথে আলিঙ্গন

উত্তাল সাগরের ভয়ানক গর্জনে
সকলেই যখন ছোটে নিরাপদ আশ্রয়ের খোঁজে
আমিই তখন করি শুধু সমুদ্রস্নান

জীবনের এতটা বসন্ত পেরিয়ে এলাম
কত দুঃস্বপ্ন আর দুর্জনকেও প্রিয় করে নিলাম
অথচ আজো আমি পারিনি কারো প্রিয় হতে!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ