আজও ভালোবাসি


বুকের ভেতর অচিন পাখি
উদাস সুরে ডাকে
কল্পনাতে হৃদয় আমার
সুখের ছবি আঁকে।

নীল দরিয়ায় বেঁধেছিলাম
ছোট্র একটি ঘর
মন-যমুনায় এখন দেখি
গহীন বালুচর।

দুটি চোখে জমেছে তাই
দুখের বারিরাশি
চলে গেছো তবু তোমায়
আজো ভালোবাসি।

প্রকাশকালঃ মার্চ-২০০৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ