ভয়াল সিডর


সর্বনাশা সিডর এলো
বাংলাদেশের বুকে
উপকূলের মানুষদের
ভাসাল যে শোকে।

ঝড়ের থাবায় ভেঙে গেল
হাজার হাজার বাড়ি
অরণ্যতে রইলো পড়ে
বৃক্ষ সারি সারি।

ভয়াল ঝড়ে নিল কেড়ে
কত লোকের প্রাণ
চারিদিকে হাহাকার আর
পচা লাশের ঘ্রাণ।

নষ্ট হলো মাঠে মাঠে
সোনাবরণ ধান
কৃষক-চাষার হৃদয়টা
ভেঙে হলো খান।

দুর্গতদের আর্তনাদে
দিতে হবে সাড়া
ঘূর্ণিঝড়ে সব হারিয়ে
নিঃস্ব এখন যারা।

প্রকাশকালঃ জানুয়ারি-২০০৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ