সমাপ্তি


যদি অশ্রুগুলো বর্ষণের বেগে
দু’চোখ থেকে ঝরে যায়
আকাশের তাতে কীই বা এসে যায়?

যদি স্বপ্নগুলো চিরতরে হারিয়ে যায়
জীবনের সকল অধ্যায় থেকে
জীবন কী তাতে একটুও থেমে যায়?

শরতের সফেদ মেঘগুলো কী জানে
কী ব্যথা বুকের বাঁপাশে
সারি সারি কাশফুলগুলোও তো জানে না
কবিতার কষ্টার্ত কথামালা!

কবিতার হরফগুলো ক্রমশ ঝরে পড়ে
ঝরা পাতা কিংবা পালকের মত
কবিতারা প্রতিনিয়ত আর্তচিৎকারে
আকাশ-বাতাস প্রকম্পিত করে

কবিতাগুলো যেমন বোঝে না শরতের শুভ্রতা
তেমনি বোঝে না হৃদয়ের আকুলতা
আমি আহত হৃদয় নিয়ে কেবলই দেখতে থাকি
কবিতাগুলোর করুণ সমাপ্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ