রাসুল তুমি


রাসুল তুমি আরব দেশের
মরুভূমির ফুল
তোমায় পেয়ে ভাঙল সব
জগতবাসীর ভুল

রাসুল তুমি আকুল করা
হাসনাহেনার ঘ্রাণ
তোমার মধুর পরশ পেয়ে
ধন্য সবার প্রাণ

রাসুল তুমি দূর আকাশের
ঐ মনোরম নীল
তোমার প্রেমে পাগলপারা
আমার ছোট্র দিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ