পথশিশু


ফুল নেবেন গো ফুল
হরেকরকম ফুল
বেলি, গোলাপ, রজনীগন্ধা
শিউলি ও বকুল!

ফেরি করে ফুল বেচি যে
দুটি টাকার জন্য
তা না হলে মুখে আমার
জোটে না তো অন্ন।

পঙ্গু হয়ে বাবা আমার
পড়ে আছেন ঘরে
রোগেশোকে মা জননী
হঠাৎ গেছেন মরে।

ক্ষুধার জ্বালায় এই শহরে
ফুল বেচি তাই আমি
এই বয়সের জীবন যদিও
অনেক বেশি দামি।

গরিব হওয়ায় এই সমাজে
নেই আমাদের ঠাঁই
দয়া করে নিন না এবার
একটি ফুলই ভাই!

প্রকাশকালঃ সেপ্টেম্বর-২০০৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ