মনুর কান্না


পদ্মানদীর পাড়ে ছিলো
মনু মিয়ার বাড়ি
দুঃখবিহীন সুখের জীবন
দিচ্ছিল সে পাড়ি

ছয় বিঘা জমির সাথে
ছিলো পাঁচটি গরু
উঠোনজুড়ে সবজিবাগান
সাথে সবুজ তরু

হঠাৎ একদিন উথলে ওঠে
পদ্মা নদীর পানি
ছলাৎ ছলাৎ ঢেউ সেখানে
করে হানাহানি

ঢেউয়ের থাবায় ভাঙতে থাকে
পদ্মানদীর তীর
তারই সাথে হয় যে বিলীন
মনুর স্বপ্ননীড়

হু হু করে মনু মিয়ার
কেঁদে ওঠে মন
নিঃস্ব মনু হয় যাযাবর
নিয়ে আপনজন।

প্রকাশকালঃ আগস্ট-২০০৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ