মন চায় আমি হই দূর নীলাকাশ
মন চায় আমি হই বেলি একরাশ।
মন চায় আমি হই ভোরের শিশির
মন চায় আমি হই জোনাকি নিশির।
মন চায় আমি হই আলোর রবি
মন চায় আমি হই স্বদেশের ছবি।
মন চায় আমি হই গানের পাখি
মন চায় আমি হই সোনালি আঁখি।
মন চায় আমি হই মেঘের ভেলা
মন চায় আমি হই তারার মেলা।
মন চায় আমি হই রোদেলা দুপুর
মন চায় আমি হই ছন্দের নুপুর।
মন চায় আমি হই চাঁদের হাসি
মন চায় আমি হই তরঙ্গ-রাশি।
প্রকাশকালঃ জুলাই-২০০৭
0 মন্তব্যসমূহ