মায়ের হাসি


এই যে ভূবন খুব মনোহর
রূপে গুণে অতুল
আরও সুন্দর এই ধরাতে
আছে যত ফুল

এই যে পাহাড় ঝর্নাধারা
শ্রাবণের ঐ বৃষ্টি
সুনীল আকাশ চন্দ্র-তারা
নেয় কেড়ে দৃষ্টি

এই যে সবুজ বৃক্ষমালা
বিচিত্র সব পাখি
নানা রঙের হাজার ছবি
হৃদয়মাঝে আঁকি

এই যে নদী সমুদ্র আর
মধুর ঢেউয়ের রাশি
তারচেয়েও অধিক মধুর
আমার মায়ের হাসি।

প্রকাশিতঃ দৈনিক ইনকিলাব, ১৬ই জুলাই-২০০৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ