বিলের পাড়ে বসে আছে
মাছরাঙা এক পাখি
চেয়ে আছে পানির দিকে
মেলে দুটো আঁখি।
প্রতীক্ষাতে কাটছে প্রহর
মাছ শিকারের আশায়
ভূখা দুটি ছানা যে তার
বসে আছে বাসায়।
হঠাৎ একটি চুনোপুঁটি
ওঠল ধীরে ভেসে
লম্বা ঠোঁটে ধরল তাকে
মাছরাঙাটি হেসে।
পুঁটি নিয়ে মাছরাঙাটি
নিড়ে গেলো ফিরে
ছায়ার মত ছানা দুটি
রইলো তাকে ঘিরে।
ভোজপর্ব সারল তারা
তিনজনেতে মিলে
মাছের জন্য মাছরাঙাটি
এলো আবার বিলে।
প্রকাশকালঃ নভেম্বর-২০০৭
0 মন্তব্যসমূহ