মা


মা তুমি প্রেমের পরশ, আমার ভালোবাসা
তোমায় নিয়ে আমার যত স্বপ্ন আর আশা।

মা তুমি আঁধার রাতে দারুণ আলোর রেখা
সারা জনম পাই যেন আমি তোমার দেখা।

মা তুমি দূর আকাশের চাঁদ-তারার ঐ নূর
আমায় ছেড়ে কখনো মা যেও না যে দূর।

মা তুমি ভূবনজুড়ে বিশাল আলোর রবি
তোমার মাঝেই খুঁজি শুধু আনন্দের ছবি।

মা তুমি মন-যমুনায় ছলকে ওঠা ঢেউ
পারবে না মা তোমাকে কষ্ট দিতে কেউ।

মা তুমি রুক্ষ মরুর প্রশান্তির এক বৃষ্টি
তোমার পায়ের নিচে আমার স্বর্গের সৃষ্টি।

মা তুমি এই পৃথিবীর সবচে’ দামি স্বর্ণ
অআকখ অপরূপ ঐ মাতৃভাষার বর্ণ।

মা তুমি আমার গায়ের মমতার এক চাঁদর
যায় না ভোলা কখনো তোমার দেয়া আদর।

মা তুমি জীবন নদীর হারিয়ে যাওয়া কুল
তোমার মনে দুঃখ দিয়ে করব না যে ভুল।

মা তুমি শত বেদনায় একটু সুখের হাসি
সকল কিছুর চেয়েও যে মাকে ভালোবাসি।

প্রকাশকালঃ জুন-২০০৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ