আকাশপানে উড়িয়ে দিলাম
কষ্ট মনে যত
অশ্রু তবু দু’চোখ বেয়ে
ঝরে অবিরত।
২.
মনটা আমার ছুটে চলে
মেঘের সীমানায়
একটুখানি সুখ কি পাব
আকাশ নীলিমায়?
৩.
এই হৃদয়ের কান্না দেখে
আকাশটাও কাঁদে
তারাগুলো যায় যে নিভে
নীরব প্রতিবাদে!
৪.
জোছনা রাতে চাঁদকে বলি
মনের যত কথা
চাঁদ বুঝলেও সে বোঝে না
বুকে কত ব্যথা!
৫.
অন্তরেতে বিষের জ্বালা
যতই আমি পাই
কষ্টগুলো বুকে চেপেও
কাব্য লিখে যাই।
কষ্ট মনে যত
অশ্রু তবু দু’চোখ বেয়ে
ঝরে অবিরত।
২.
মনটা আমার ছুটে চলে
মেঘের সীমানায়
একটুখানি সুখ কি পাব
আকাশ নীলিমায়?
৩.
এই হৃদয়ের কান্না দেখে
আকাশটাও কাঁদে
তারাগুলো যায় যে নিভে
নীরব প্রতিবাদে!
৪.
জোছনা রাতে চাঁদকে বলি
মনের যত কথা
চাঁদ বুঝলেও সে বোঝে না
বুকে কত ব্যথা!
৫.
অন্তরেতে বিষের জ্বালা
যতই আমি পাই
কষ্টগুলো বুকে চেপেও
কাব্য লিখে যাই।
0 মন্তব্যসমূহ