১.
স্বপ্ন খুঁজি স্বপ্ন খুঁজিস্বপ্ন কোথা পাই
স্বপ্নহীন দুটি চোখে
কষ্ট এঁকে যাই।
২.
বুকের পাঁজর ভাঙে কেননীল বেদনার ঢেউ
বুকের ভিতর কষ্ট কত
জানে না তো কেউ।
৩.
ঝরাফুলের পাপড়িগুলোশুধুই ঝরে যায়
বসন্তেও সুখ আসে না
মনের আঙিনায়।
৪.
অকারণে দুচোখ কেনহয়ে ওঠে সিক্ত
সুখ খুঁজে নিঃস্ব আমি
স্বপ্ন খুঁজে রিক্ত।
৫.
স্মৃতির পাতা হাতড়ে দেখিশূন্য সবই শূন্য
জীবন খাতায় পাপের ভীড়ে
একটুও নেই পূণ্য!
0 মন্তব্যসমূহ