কে?


ছোট্র খোকা প্রশ্ন করে
বলো তো মা শুনি
প্রতিক্ষণে ধরায় বাজে
কার নামের ধ্বনি?

রোজ বিহানে কার নামে
পাখিরা গায় গান
পাহাড় নদী ঝর্নাধারা
কে করলো দান?

কার হুকুমে বিলে-ঝিলে
ফোটে শাপলা ফুল
রবি-শশীর উদয়ক্ষণে
হয় না কোনো ভুল?

কার ইশারায় তারাগুলো
মিটি মিটি জ্বলে
কার দয়াতে বৃষ্টি নামে
মাঠে ফসল ফলে?

যার করুণায় বেঁচে থাকি
যার ইশারায় সব
তিনি আমার মহান প্রভু
এই পৃথিবীর রব।

প্রকাশকালঃ আগস্ট-২০০৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ