ইচ্ছে


আমি চাই নীল আকাশে
পাখির মত উড়তে
ঘূর্ণিপাকের মত শুধু
ভূবনজুড়ে ঘুরতে।

আমি চাই জ্ঞানকাননে
ফুলের মত ফুটতে
জ্বালতে আলো ধরণীতে
জ্ঞানের পিছু ছুটতে।

আমি চাই মন্দ ছেড়ে
ভালোর পথে ধরতে
সারাজনম ইচ্ছেমত
পরের সেবা করতে।

আমি চাই কলম দিয়ে
ন্যায়ের কথা লিখতে
মনীষীদের জীবন থেকে
বিনয় করা শিখতে।

আমি চাই বই পড়ে সব
জ্ঞানের কথা বলতে
সত্যটাকে আঁকড়ে ধরে
সরল পথে চলতে।

প্রকাশকালঃ ১০শে ডিসেম্বর-২০০৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ