এই মাটিতে



এই মাটিতে জন্ম আমার
এই মাটিতে বাস
এই মাটিরই আলো-ছায়ায়
থাকব বারো মাস

এই মাটিতে ফসল ফলে
সোনাবরণ ধান
এই মাটিতে বসে শুনি
জারি-সারি গান

পলাশ বকুল কৃষ্ণচূড়া
চাঁপা ফুলের ঘ্রাণ
এই মাটিরই মিঠেপানি
জুড়োয় সবার প্রাণ

আম জাম কাঁঠাল লিচু
এই মাটিরই দান
কমলালেবু, পেয়ারাতেও
এই মাটিরই টান

এই মাটিতে সকাল-দুপুর
খুঁজি আমি সুখ
এই মাটিতেই দেখি আমি
আপনজনের মুখ।

প্রকাশকালঃ এপ্রিল-২০০৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ