সবাই বলে সমাজটাকে
বদলে দিতে চাই
কেউ বলে না সবার আগে
নিজে বদলে যাই!
বদলে যাওয়া নয়তো সোজা
কঠিন অতি কাজ
পাপ করেও হয় না কেন
এই আমাদের লাজ?
এদিক-ওদিক দেখি চেয়ে
বদলে যাওয়ার সাজ
আসল তো নয় মেকি ওসব
বুঝি তো বেশ আজ।
বিবেক যদি জাগে সবার
জেগে ওঠে বোধ
অপরাধ আর দূর্নীতিটা
করা যাবে রোধ।
মরচেপড়া বোধগুলোকে
দেব যখন শান
তবেই সবাই গাইতে পারি
দিন বদলের গান।
0 মন্তব্যসমূহ