আমার গ্রাম


রূপবতী গ্রামটি আমার
মনমুকুরে আঁকা
অতি কোমল দেহটা তার
সবুজ ঘাসে ঢাকা

আঁকাবাঁকা পথের ধারে
সারি সারি গাছ
নদীর বুকে জোয়ার-ভাটা
পুকুরভরা মাছ

বিলে ঝিলে শাপলা ফুল
পাপড়ি মেলে হাসে
স্বপ্নপুরীর অচিন দেশটি
নয়নকোনে ভাসে

রোজ প্রভাতে পাখ-পাখালির
মন মাতানো গান
ফুল-ফসলের মধুর ঘ্রাণে
মেতে ওঠে প্রাণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ