শরৎ


নীলাকাশে মেঘের ভেলা
উড়ে বেড়ায় সারা বেলা
দেখি আমি চেয়ে
দখিণ হাওয়া আমার দিকে
আসে হঠাৎ ধেয়ে।

শিউলিঝরা জোছনা রাতে
চাঁদও হাসে তারার সাথে
যায় জুড়িয়ে চোখ
শিশিরকণার স্নিগ্ধ ছোঁয়ায়
জাগে মনে সুখ।

বিলের পাড়ে, নদীরে কোলে
কাশফুলেরা হাওয়ায় দোলে
ঝিলে শাপলা ফোটে
গুনগুনিয়ে মৌমাছিরা
মধুর খোঁজে ছোটে।

উঁচু গাছে তালের বাহার
স্বাদে গন্ধে করি আহার
পাকা তালের রস
শরৎ এসে রঙিন বেশে
করে আমায় বশ।

প্রকাশকালঃ ২২শে অক্টোবর-২০০৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ