তৃষ্ণার্ত দুপুরগুলোকে আজ বড় অচেনা মনে হয়
নির্জন বিকেল কিংবা মধ্যরাতের নিস্তব্দতাকে
মনে হয় ধূসর অতীতের বিবর্ণ প্রহরের প্রচ্ছায়া
এমনকি শরতের শুভ্রতায়ও নেই মুগ্ধতার আবেশ
আকাশের শেষ সীমান্ত থেকেও যে পাখিটা
ফিরে এসেছিল পুরনো নীড়ে;
শত চেষ্টায়ও তাকে আমি ফিরিয়ে দিতে পারিনি
অথচ হৃদয়ে সাজিয়েছিলাম প্রতিশ্রুতির পসরা
ইতিহাসাশ্রিত যে কবিতা জীবনের ক্রান্তিলগ্নে
মনের সীমানা থেকে অতলান্তে হারিয়ে গিয়েছিল
সে যদি নতুন করে ছায়া ফেলে হৃদয়ের আরশীতে
তাকে আশ্রয়হীন করে দিতে আমি আজন্মই অক্ষম
অনাদৃত ফুলগুলো ঝরে গিয়েছিল কোন এক নিশিতে
কিছু বিরহী তারকাও ঝরে পড়েছিল পৃথিবীর পরে
তারকাপতনে আকাশের মনে কষ্টানুভূতি না থাকলেও
হৃদয়ের সাজানো বাগানটা কেন আজ ঝরাফুলের স্মৃতি!
0 মন্তব্যসমূহ