ঈদ



ঈদ মানে ভালোবাসা
ঈদ মানে হাসি
ঈদ মানে আনন্দ
ঝরে রাশি রাশি।

ঈদ মানে প্রেম আর
সাম্যের গান
ঈদগাহে ছুটে চলা
মানুষের বান।

ঈদ মানে বাঙালির
মহা উৎসব
সুখ আর উল্লাসে
মেতে থাকা ভব।

প্রকাশকালঃ ১৪ই ডিসেম্বর-২০০৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ