ঈদ মানে



ঈদ মানে হাসিখুশি
নব কলরোল
সাজ সাজ রব দেখে
মনে লাগে দোল।

ঈদ মানে দলে দলে
ঈদগাহে যাওয়া
সবে মিলে হরদম
খুব খাওয়াদাওয়া।

ঈদ মানে কোলাকুলি
রাখা হাতে হাত
ভুলে যাওয়া ভেদাভেদ
দেশ কাল জাত।

প্রকাশকালঃ ডিসেম্বর-২০০৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ