বৃষ্টি ও স্মৃতিকাতরতা


তাজা ফুলগুলো শুকিয়ে গেছে
পাপড়িও গেছে ঝরে
রিমঝিম বৃষ্টির আবাহনও তাই
হৃদয়কে বিষন্ন করে।

বৃষ্টির কাছে চাই না তো কিছুই
বৃষ্টি কী আর দেবে
হাওয়ার ঝাপটায় হৃদয় প্রদীপ
শুধুই জ্বলে-নেভে!


মেঘের রাজ্যে মিশেও তুমি
যদি বলো মেঘ নও
মরুর বুকে ফুটবে কি ফুল
যতই শ্রাবণী হও!

মৃত্তিকা ছুঁয়ে দেখো না একবার
এখানে প্রাণের সাড়া
সজীব পৃথিবীর রূপ-রস-ঘ্রাণ
কত যে হৃদয়কাড়া।

২০.০৮.২০১২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ