বর্ষার লিমেরিক


১.

আকাশ ভেঙে অঝোরে নামে যখন বৃষ্টি
শরীর ও মন সিক্ত করে প্রভুর সকল সৃষ্টি
আমিই থাকি একলা বসে
এই জীবনের হিসেব কষে
অসহায়ের মত শুধু বাইরে ফেলি দৃষ্টি।

২.

বিষন্নতার কালো মেঘে আকাশ গেছে ছেয়ে
ঝড়ো হাওয়া হৃদয়জুড়ে আসে হঠাৎ ধেয়ে
ঝড়ের বেগে মন ভেঙে যায়
স্বপ্ন হারায় মেঘের ভেলায়
সিক্ত থাকা দু’চোখ থেকে অশ্রু পড়ে বেয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ