বর্ষানুকাব্য


১.

অঝোর বৃষ্টি দেখে
ভালো নেই মন
ফুরায় না তবু কেন
বিষন্ন ক্ষণ!

এই বুকে বাজে শুধু
কষ্টেরই বীণ
মনে কি পড়ে আজি
ফেলে আসা দিন?

২.

বৃষ্টি তোমায় সবাই বলে
ঐ আকাশের কান্না
আমি বলি বৃষ্টি হলো
হীরা চুনি পান্না।

বৃষ্টি তুমি আসো হঠাৎ
রাত কিংবা দুপুর
বৃষ্টি তুমি আমার প্রিয়ার
নিটোল পায়ের নূপুর।

৩.

বর্ষা মানে নীল গগণের
গুড়ুম গুড়ুম ডাক
কাঁটাতারে বসে থাকা
ভিজে যাওয়া কাক।

বর্ষা মানে বিলে ঝিলে
অথৈ জলের রাশি
আমার চোখে অশ্রুকণা
তোমার মুখে হাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ