বর্ষা মানে



বর্ষা মানে নীলাকাশে
কালো মেঘের হানা
নীড়ে চলা পাখিগুলোর
রঙিন দুটো ডানা।

বর্ষা মানে ভয়ালবেগে
বজ্রপাতের হাঁক
গাছের ডালে বসে থাকা
ভিজে যাওয়া কাক।

বর্ষা মানে নদী-নালায়
অথৈ জলের রাশি
বৃষ্টি ঝরা দিন-রজনীর
রিনিঝিনি হাসি।

বর্ষা মানে প্রকৃতিকে
হৃদয়মাঝে আঁকা
কর্মহীন দিনমজুরের
উপোস বসে থাকা।

বর্ষা মানে কাব্য লিখে
কাটায় কবি বেলা
অলস বসে সকল শিশু
জুড়ে নানান খেলা।

প্রকাশকালঃ ২০শে আগস্ট-২০০৭।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ